ডিবি পরিচয়ে ডাকাতি, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার মহব্বত হোসেন, তাঁর স্ত্রী সানজিদা ইয়াসমিন ও তাঁদের ছেলে মেহেরাব হোসেন।

গতকাল শনিবার ভোররাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের ডাকাত দল বাড়ির ফটকের তালা ভেঙে ফেলে। এরপর বাড়ির দোতলার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

মহব্বত হোসেন ও পুলিশ সূত্র জানায়, ডাকাত দলের সদস্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। তাদের মধ্যে দুই ডাকাত সদস্যের মুখে কাপড় বাঁধা ছিল। পরে তারা ‘একজন মহিলা আসামি ধরতে এসেছি’ বলে ওই ব্যবসায়ীর ঘরের ভেতরে ঢোকে। এ সময় বাড়ির মালিক মহব্বত হোসেন, তাঁর স্ত্রী সানজিদা ইয়াসমিন ও ছেলে মেহেরাব হোসেনকে হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গাজীপুর সদর) তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মহব্বত হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।