ঢাবির ছাত্রী ধর্ষণ মামলার রায় ১৯ নভেম্বর

আসামি মজনু
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ১৯ নভেম্বর এই মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোছা. কামরুন্নাহার আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) আফরোজা ফারহানা আহমেদ।

আফরোজা ফারহানা প্রথম আলোকে বলেন, এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে মামলার একমাত্র আসামি মজনুর সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।

৫ নভেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গত ২৬ আগস্ট মামলার একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।
গত ১৬ মার্চ এই মামলায় মজনুর বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মামলার অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর মোবাইল ফোনসহ মামলার আলামত হিসেবে ২০ ধরনের জিনিস জব্দ দেখানো হয়।
আদালতকে প্রতিবেদন দিয়ে পুলিশ বলেছে, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে হেঁটে গলফ ক্লাবসংলগ্ন স্থানে পৌঁছান। এ সময় আসামি মজনু তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে র‍্যাব-১ অভিযান চালিয়ে মজনুকে গ্রেপ্তার করে।