তন্ত্রমন্ত্র শিখতে কবর থেকে হাড় চুরি, গ্রেপ্তার ১

গ্রেপ্তার
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে কবর খুঁড়ে হাড় চুরির অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পূর্ব উঁচনা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুনুর রশিদ (২২) উপজেলার পূর্ব উঁচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর জানিয়েছেন, তন্ত্রমন্ত্রের সাধনা শিখতে তিনি কবর খুঁড়ে হাড় চুরি করেছেন। এই ঘটনায় একই গ্রামের মোজাফফর হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। অন্য দুই আসামি হলেন উপজেলার বাগুয়ান গ্রামের কথিত তান্ত্রিক সাধক আবদার হোসেন ও মামুনুরের সহযোগী মো. রুবেল।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মামুনুর রশিদ একই গ্রামের মোজাফফর হোসেনের কাছে জানতে চেয়েছিলেন তাঁর বাবা ও স্ত্রী কত দিন আগে মারা গেছেন। গতকাল মোজাফফর হোসেন দেখতে পান তাঁর বাবা ও স্ত্রীর কবর খুঁড়ে হাড় চুরি করা হয়েছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তিনি ওই তিনজনকে আসামি করে মামলা করেন।

গতকাল রাতেই পুলিশ মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। পুলিশকে মামুনুর বলেন, তন্ত্রমন্ত্র শিখতে তিনি একই উপজেলার বাগুয়ান গ্রামের কথিত তান্ত্রিক সাধক আবদার হোসেনের কাছে গিয়েছিলেন। আবদার হোসেন কবর থেকে মৃত ব্যক্তির হাড় তাঁর কাছে নিয়ে যেতে বলেছিলেন। তিনি একা কাজটি করতে সাহস পাচ্ছিলেন না। তখন তিনি রুবেলের সহায়তা নেন। তাঁরা দুজন ২৫ ডিসেম্বর মোজাফফরের বাবা ও স্ত্রীর কবর খুঁড়ে হাড় বের করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, কথিত তান্ত্রিক সাধকের পরামর্শে মামুনুর রশিদ ও তাঁর সহযোগী মিলে কবরস্থানে গিয়ে দুটি কবরের মাটি সরিয়ে হাড় বের করে নিয়েছেন। এ ঘটনায় মামলার পর মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।