তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরির ঘটনায় মামলা

রাজধানীর তেজগাঁওয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরির ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন ঢাকার বাড্ডা অঞ্চলের সাব-রেজিস্ট্রার মনির হোসেন।

আজ শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) কাজী শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চুরির ঘটনা উল্লেখ করে ৪৫৭ ও ৩৮০ এই দুটি ধারায় মামলাটি করেছেন সাব-রেজিস্ট্রার মনির হোসেন। মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা দুই বস্তা কাগজপত্র ও সিসি ক্যামেরার ডিভিআর চুরি করে নিয়ে গেছে। জেলা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে জমির দলিল সংরক্ষিত থাকে। সকালে চুরির ঘটনা জানতে পারেন কর্মকর্তা- কর্মচারীরা।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, চোরের দল রেজিস্ট্রেশন কার্যালয়ের পেছনে দলিল লেখকদের টিনের চাল বেয়ে কমপ্লেক্স ভবনের দোতলার কলাপসিবল গেটের গ্রিল কেটে ঢুকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবনের দোতলায় বাড্ডা ও তৃতীয় তলায় উত্তরা থানার সাব–রেজিস্ট্রারের কার্যালয়ের ফটকের তালা ভাঙা পাওয়া যায়। এই কক্ষ দুটিতে দুটি স্টিলের আলমারি ও ড্রয়ার ভাঙা ছিল। তৃতীয় তলায় জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের ফটকের তালাও ভাঙা পাওয়া গেছে। সেখানে সংরক্ষিত সিসি ক্যামেরা ডিভিআর খোয়া গেছে। তাই সিসি ক্যামেরায় কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে হাত ও পায়ের ছাপের আলামত সংগ্রহ করেছে। কমপ্লেক্স ভবনে কর্তব্যরত তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকা জেলা রেজিস্ট্রার সাবেকুন নাহার প্রথম আলোকে বলেন, বুধবার রাতে তিনজন নিরাপত্তাকর্মী পাহারায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে একজন কর্মীর কাছ থেকে তিনি চুরির ঘটনা জানতে পারেন। পাশের শ্যামপুর থানার সাব–রেজিস্ট্রারের কার্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরা থেকে দুই-তিনজন চোরকে চলে যেতে দেখা গেছে।