দীপু চাকলাদারের জামিন হয়নি

হাইকোর্ট
ফাইল ছবি

শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে করা পৃথক চার মামলায় চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মুভি ট্রেড ইন্টারন্যাশানালের মালিক মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদারের জামিন হয়নি। তাঁর জামিন প্রশ্নে এর আগে দেওয়া রুল খারিজ করে আজ সোমবার রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে দুদককে মামলাগুলো গ্রহণ করে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, একরামুল হক ও মাহবুব শফিক। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন।

পরে আমিন উদ্দিন মানিক প্রথম আলোকে বলেন, ‘পৃথক চার মামলায় মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদার জামিন পাননি। মামলাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে। মামলাগুলো দুদককে গ্রহণ করে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’

রাষ্ট্রপক্ষ জানায়, শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে দীপু চাকলাদারের বিরুদ্ধে গত বছরের ১৬ জানুয়ারি ঢাকার রমনা মডেল থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ মামলায় সেদিনই তাঁকে গ্রেপ্তার করেন শুল্ক গোয়েন্দারা। এরপর দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে ও শুল্ক ফাঁকির অভিযোগে একই থানায় গত বছরের ৮ সেপ্টেম্বর আরও তিনটি মামলা হয় দীপুর বিরুদ্ধে।