দুই শিশুকে ধর্ষণ, দুজন গ্রেপ্তার
সুনামগঞ্জ সদর উপজেলায় বাক্প্রতিবন্ধী এক শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে পুলিশ এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আসামি ওই শিশুর বড় বোনের স্বামী। গত শনিবার ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির বাবা পরদিন থানায় মামলা করেন।
সুনামগঞ্জের পুলিশ ও ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্র জানায়, মেয়েটি বাক্প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এক কিশোর ফুসলিয়ে ধানখেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। ওই কিশোর পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় শিশুটির মা-বাবা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। সোমবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ গতকাল ওই কিশোরকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও রফিকুল ইসলাম বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘সোমবার মামলা নিয়েছি। পরদিনই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
জৈন্তাপুরের পুলিশ জানায়, শনিবার শিশুটি বোনের বাড়িতে বেড়াতে যায়। ওই দিনই বোনের স্বামী তাকে সিলেট নগরে বেড়াতে নিয়ে যান। সেখানে রাতে একটি হোটেলে বোনের স্বামী ধর্ষণ করে পরদিন সকালে তাকে বাড়ির সামনে রেখে যান।
শিশুর বাবা বলেন, আসামি ধর্ষণের বিষয়টি গোপন রাখতে মেয়েকে নানা ভয়ভীতি দেখায়। পরদিন রোববার মেয়ে এ ঘটনা জানালে জৈন্তাপুর থানায় মামলা করা হয়।
জৈন্তাপুর থানার এসআই আবদুল মান্নান বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়ায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।