দুদকের নাম করে অনৈতিক সুবিধা চাইলে ফোন করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ আর্থিক সুবিধা চাইলে দুদককে জানাতে বলা হয়েছে। এ জন্য দুই কর্মকর্তার মুঠোফোন ও দুদকের কল সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করেছে সংস্থাটি।
আজ শনিবার দুদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তার নামে টেলিফোন করে বা নিজেকে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে কিছু ব্যক্তি অনৈতিক তদবির করছেন। এ ছাড়া ভয়ভীতি দেখানো, ঘুষ চেয়ে সমাজের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়েরও চেষ্টা করছে তাঁরা।

বিভিন্ন সময় এসব ঘটনায় জড়িত কিংবা কেউ কেউ আটকও হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, দুদক কখনো কারও অনুসন্ধান বা তদন্তসংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে যোগাযোগ করে না। কমিশন সব কার্যক্রম লিখিত পত্রের মাধ্যমে সম্পন্ন করে।

সন্দেহজনক কোনো টেলিফোন পেলে বা মৌখিকভাবে দুদকের কর্মকর্তা পরিচয়ে কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে সন্দেহ হলে সতর্ক হতে হবে। এ জন্য সত্যতা যাচাই ও প্রতিকার পাওয়ার জন্য তাৎক্ষণিক দুদকের দুই কর্মকর্তার মুঠোফোন কিংবা কল সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মো. জয়নুল আবেদীন শিবলী, পরিচালক (গোয়েন্দা) (মুঠোফোন ০১৭১১-৬৪৪৬৭৫), মুহাম্মদ আরিফ সাদেক উপপরিচালক (জনসংযোগ) (মুঠোফোন ০১৭১১৫৭৩৮৭৪) অথবা দুদকের কল সেন্টার নম্বর ১০৬।