দুদকের মামলায় স্ত্রীসহ সাবেক সাংসদ আউয়ালের জামিন বাড়ল

সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীন
ছবি: সংগৃহীত

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনকে দুদকের মামলায় দেওয়া জামিন আরও তিন মাস বাড়িয়েছেন আদালত। আজ বুধবার সকালে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আউয়াল–লায়লা দম্পতি স্থায়ী জামিন অথবা জামিনের সময় বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন পরবর্তী হাজিরার তারিখ আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেন।

পিরোজপুরে দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি (পিপি) মনসুর উদ্দিন আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে তিনটি মামলা করেন। একটি মামলায় আউয়ালের সঙ্গে তাঁর স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি আউয়াল ও লায়লা পারভীন হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নেন। গত ৩ মার্চ হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হলে তাঁরা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। ওই দিন দুপুরে শুনানি শেষে বিচারক মো. আবদুল মান্নান জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আদেশের পর আউয়াল ও লায়লা পারভীনের আইনজীবী আদালতে তাঁদের অসুস্থতার চিকিৎসা প্রতিবেদন দাখিল করে হাসপাতালে রেখে চিকিৎসা ও ডিভিশন দেওয়ার আবেদন করেন। বেলা পৌনে তিনটার দিকে বিচারক ডিভিশনসহ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর কিছুক্ষণ পর জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে বদলি করে আইন মন্ত্রাণালয়। এরপর যুগ্ম ও জেলা জজ নাহিদ নাসরিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন মো. আবদুল মান্নান। বেলা পৌনে চারটার দিকে আউয়াল ও লায়লা পারভীনের আইনজীবীরা ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের কাছে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিকেল চারটার দিকে বিচারক আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

এরপর দুদকের পক্ষে হাইকোর্টে আউয়াল দম্পতির নিম্ন আদালতে দেওয়া জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। গত ১৭ সেপ্টেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্টের বেঞ্চ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। ২১ সেপ্টেম্বর আউয়াল ও তাঁর স্ত্রী পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে দুদকের মামলায় স্থায়ী জামিন অথবা জামিনের সময় বর্ধিত করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক মুহা. মুহিদুজ্জামান মামলার পরবর্তী হাজিরার তারিখ ২৫ নভেম্বর (আজ) পর্যন্ত জামিন বর্ধিত করেন।

পিরোজপুর-১ (সদর) আসনে ২০০৮ সালে আউয়াল প্রথম সাংসদ নির্বাচিত হন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাংসদ নির্বাচিত হন। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হন। বর্তমানে এ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।