ধুনটে চাঁদাবাজির মামলায় যুবলীগের সভাপতি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় আমিনুল ইসলাম (৩৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মধুপুর গ্রামের বাসিন্দা। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আমিনুল সরকারি একটি জলাশয়ের ইজারাদার মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় আমিনুল ওই জলাশয় থেকে জোর করে মাছ লুট করে নিয়ে যান। এ ঘটনায় ইসমাইল বাদী হয়ে ২০১৬ সালে আমিনুলের বিরুদ্ধে ধুনট থানায় চাঁদাবাজি ও মাছ লুটের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ তদন্ত করে আমিনুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। কিন্তু আমিনুল ওই মামলায় আদালতে হাজিরা দেননি। এ কারণে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

থানাহাজতে আটক আমিনুল ইসলামের দাবি, তিনি চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। ইসমাইল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা বলেন, চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।