নকল সেলাই মেশিন এনে বিক্রি করতেন ২ চীনা নাগরিক

গ্রেপ্তার দুই চীনা নাগরিক
ছবি: সিআইডি থেকে

নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিন আমদানি এবং বাজারজাত করার অভিযোগে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাঁরা হলেন হাও জিয়াওপিং ওরফে বব হাও ও বং সু ইন। জব্দ করা হয় নকল ৫৮৫টি সিঙ্গার ও ১ হাজার ১০০টি বাটারফ্লাই সেলাই মেশিন।

আজ বুধবার দুপুরে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জীবন কান্তি সরকার এ তথ্য জানান। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর তুরাগের দিয়াবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জীবন কান্তি সরকার বলেন, জব্দ করা নকল সেলাই মেশিনের দাম ৭০ লাখ টাকা। চক্রটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে অন্যান্য পণ্যের সঙ্গে সুকৌশলে নকল সেলাই মেশিন দেশে আনত। এগুলো কিনে ক্রেতারা প্রতারিত হতেন। সেই সঙ্গে সিঙ্গার ও বাটারফ্লাই কোম্পানিও ক্ষতিগ্রস্তøহয়ে আসছিল। এ ঘটনায় আটক দুই চীনা নাগরিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তুরাগ থানায় মামলা করে সিআইডি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তার করা দুই চীনা নাগরিক ভিজিট ভিসায় বাংলাদেশে আসেন। এখানে তাঁরা বাংলাদেশি চক্রের যোগসাজশে অবৈধভাবে নকল পণ্য আমদানি করতেন। এর মাধ্যমে তাঁরা বিদেশে কত টাকা পাচার করেছেন, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।