নাঈমকে চাপা দেওয়া গাড়ির মূল চালক গ্রেপ্তার

হারুন
ছবি: সংগৃহীত

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির মূল চালক হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব–৩–এর সহকারী পুলিশ সুপার ফারজাহা হক।

ফারজাহা হক প্রথম আলোকে বলেন, সিটি করপোরশনের ওই গাড়িটি হারুন অর রশিদের নামে বরাদ্দ ছিল। তবে ঘটনার সময় তিনি গাড়িটি চালাচ্ছিলেন না। তাঁকে পল্টন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হারুন অর রশিদের সহযোগী রাসেল খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় গত বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান (১৭) মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত নাঈম হাসান উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

দক্ষিণ সিটির পরিবহন বিভাগ সূত্র বলছে, যে গাড়ির চাপায় নাঈম হাসান নিহত হয়েছে, সেটি ভারী যান। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহারের জন্য এমন ৩১৭টি ভারী যান আছে। কিন্তু চালক আছেন মাত্র ৮৬ জন। রেওয়াজ অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে যাঁদের লাইসেন্স আছে, তাঁরা গাড়িগুলো চালাচ্ছেন।

ঘটনার দিন সিটি করপোরেশন একটি সূত্র জানিয়েছিল, ময়লার গাড়িটি করপোরেশনের নিয়োগ করা কোনো ভারী যানবাহনের চালক চালাচ্ছিলেন না। এটি চালাচ্ছিলেন হারুন অর রশিদ, যিনি একজন পরিচ্ছন্নতাকর্মী। ঘটনার পর হারুন সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ রাসেল নামের একজনকে আটক করেছে, যিনি একজন শ্রমিক। রাসেল সিটি করপোরেশনের স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োগকৃত কর্মী নন।

আরও পড়ুন