নাটোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

হত্যা
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলার গুনাইখাড়া গ্রামের রাস্তার পাশের ধানখেত থেকে বুধবার সকালে বিদ্যুৎ সরকার (২৪) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাই করেছে। তিনি একই উপজেলার লালোর ইউনিয়নের মঠগ্রামের নির্মল সরকারের ছেলে।

সিংড়া থানা সূত্রে জানা যায়, বিদ্যুৎ মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় যাত্রী পরিবহনের জন্য বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা রাতেই তাঁর খোঁজ শুরু করেন। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। বুধবার সকাল আটটার দিকে পথচারীরা গুনাইখাড়া এলাকায় রাস্তার ধারে ধানখেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির বাবা নির্মল সরকার বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা করছে।