নারায়ণগঞ্জে স্বামীকে হত্যায় স্ত্রীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পরকীয়ার কারণে স্বামী সিরাজুল ইসলামকে হত্যা মামলায় স্ত্রী রোজিনা বেগমকে (৪২) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেকটি ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকার বাসিন্দা।

পুলিশি তদন্তে উঠে আসে দেবর শফিকুল ইসলামের (নিহতের ছোট ভাই) সঙ্গে পরকীয়ার কারণে স্বামী সিরাজুল ইসলামকে হত্যা করেছেন স্ত্রী রোজিনা বেগম।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমিন আহমেদ প্রথম আলোকে বলেন, ২০০৩ সালের ১৪ অক্টোবর সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকার পাশের বাড়ি থেকে সিরাজুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে পুলিশি তদন্তে উঠে আসে দেবর শফিকুল ইসলামের (সিরাজুল ইসলামের ছোট ভাই) সঙ্গে পরকীয়ার কারণে স্বামী সিরাজুল ইসলামকে হত্যা করেছেন স্ত্রী রোজিনা বেগম। ওই ঘটনার তদন্ত শেষে ২০০৪ সালে স্ত্রী রোজিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।