নিখোঁজের ১৯ দিন পর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নিখোঁজ হওয়ার ১৯ দিন পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় হেলাল উদ্দিন (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার রাজীবপুর ইউনিয়নের রাধাবল্লভপুর গ্রামের একটি পুরোনো শৌচাগারের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হেলাল উদ্দিন উচাখিলা বাজারে ব্যবসা করতেন। গত ১৯ জানুয়ারি উচাখিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও হেলালের সন্ধান পাননি। এ ঘটনায় হেলালের স্ত্রী মাজেদা খাতুন ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক দিন পর হেলালের ভগ্নিপতি দুলাল মিয়ার মুঠোফোনে ফোন দিয়ে মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা চাওয়া হয়। টাকা জোগাড়ের পর হেলালের পরিবারের পক্ষ থেকে কথিত অপহরণকারীর ফোন নম্বরে যোগাযোগ করা হয়। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। এরপর ময়মনসিংহ র‌্যাব-১৪কে ঘটনাটি জানায় হেলালের পরিবার। পরে প্রযুক্তির সহায়তায় গত সোমবার রাতে উচাখিলা বাজারের কাছ থেকে মো. আক্কাস (১৮) ও কাঞ্চন মিয়া (১৮) নামের দুই তরুণকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তম আচার্য (২৮) নামের আরেক যুবককে গতকাল শুক্রবার রাতে সিলেট থেকে আটক করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হেলালের লাশের সন্ধান দেন তিনি। পরে রাধাবল্লভপুর গ্রামের একটি পুরোনো শৌচাগারের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে ব্যবসায়ীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। তবে অন্য অভিযানে ব্যস্ত থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।