নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিছিল, দুই সদস্য রিমান্ডে

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্লবী থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন। ওই দুই আসামি হলেন তানভীর কবির রাজীব (২৭) ও মনিরুজ্জামান পলাশ (৩৫)।

পুলিশ বলছে, শুক্রবার জুমার নামাজের পর পল্লবীর বাইতুর নুর মসজিদের উত্তর পাশ ১০ থেকে ১১ জন ব্যক্তি হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলায় বলা হয়, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তাঁরা হিযবুত তাহরীরের সদস্য। আরেক পলাতক আসামি রুবেলসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজন সহযোগীদের নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ায় তাঁরা ব্যানার নিয়ে মিছিল করে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।

হিযবুত তাহরীরের দুই সদস্যকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ইন্ধনদাতা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি শেষে প্রত্যেক আসামিকে আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।