নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জনের কারাদণ্ড

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে আইন অমান্য করে মা ইলিশ মাছ ধরায় ২৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ সংরক্ষণ অভিযানের তৃতীয় দিনে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যমুনা নদীর বিভিন্ন এলাকা থেকে ওই ২৪ জনকে আটক করা হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উদ্ধার করা ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযানে জব্দকৃত ১২ কেজি ইলিশ মাছ উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চৌহালীর ইউএনও প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, চৌহালী থানার পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।