নূর আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা

প্রতীকী ছবি

অর্থ আত্মসাতের একটি মামলায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী ও তাঁর স্ত্রী সেলিনা আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর সোমবার এ আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন নূর আলীর আইনজীবী গাজী শাহ আলম।

এ মামলায় আজ নূর আলী ও তাঁর স্ত্রীকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন আদালত। কিন্তু হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ফ্ল্যাটের টাকা পরিশোধের পরও ফ্ল্যাটের নিবন্ধন না করিয়ে দেওয়ার অভিযোগ এনে গত বছরের ২৪ ফেব্রুয়ারি নূর আলীসহ অন্যদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন সেলিম আহমেদ। তিনি জালাল আহমেদ স্পিনিং মিল ও শাহ ফতেউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান।

মামলার কাগজপত্র এবং আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, ফ্লোরের জায়গা বিক্রি বাবদ ২ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা নেয় বিবাদীপক্ষ। ২০১৫ সালে ফ্ল্যাটের নিবন্ধন করিয়ে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। মামলার আরজিতে নূর আলীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।

তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে নূর আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত ১৬ সেপ্টেম্বর ওই প্রতিবেদন আমলে নিয়ে আদালত নূর আলী ও তাঁর স্ত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেন।