নোয়াখালীতে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় গ্রেপ্তার ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রী সেজে ছিনতাই করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে আজ শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা, মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বেল্লাল হোসেন (২৭), তোফায়েল আহাম্মদ (৫০), জামাল হোসেন (৩৬) ও ইকবাল হোসেন (২৭)। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার প্রথম আলোকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চৌমুহনী এলাকায় যাত্রী সেজে যাত্রীদের কাছ থেকে সবকিছু লুটে নিচ্ছিল। এ ব্যাপারে একাধিক অভিযোগ পেয়ে আজ ভোরে চৌরাস্তা এলাকায় নজরদারি শুরু করেন তাঁরা। একপর্যায়ে দেখতে পান, যাত্রী হিসেবে এক ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠান চার ব্যক্তি। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তির কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা লুট করেন। পরে পুলিশ গিয়ে চারজনকে গ্রেপ্তার করে।