নৌকায় জুয়ার আসর, কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

নদীতে বড় নৌকায় চলছিল তাস দিয়ে জুয়া খেলা। খবর পেয়ে সেখানে অভিযান চালান বগুড়ার শেরপুর থানা-পুলিশের সদস্যরা। তাঁরা চারজনকে গ্রেপ্তার করেন। তবে তিনজন সাঁতরে পালিয়ে যান। বাঙ্গালী নদীতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার চারজনের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাছির উদ্দিন (৫০)। তিনি কাজিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি কাজিপুর পৌর শহরের বিয়ারা মহল্লায়। তাঁর পরিচয় নিশ্চিত করেছেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি। গ্রেপ্তার অন্যরা হলেন শেরপুর উপজেলার আওলাকান্দি গ্রামের রফিকুল ইসলাম (৪০), শহরের দত্তপাড়া মহল্লার মানিক তাম্বুলি (৩৬) ও ধুনটের চানদিয়ার গ্রামের আল হেলাল (৩৮)।

এসআই ওসমান গনি বলেন, শেরপুর উপজেলার আওলাকান্দি গ্রামের পাশে বাঙ্গালী নদীতে বড় নৌকার ওপর গদি বিছানার ওপর বসে তাস দিয়ে জুয়া খেলা চলছে, এমন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। সেখান থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, বন্যার পানি আসার পর অন্তত চার মাস ধরে বাঙ্গালী নদীতে বড় নৌকায় করে তাস দিয়ে জুয়ার আসর বসে। অনেক দিন বিষয়টি কারও নজরে আসেনি। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে জানান।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, জুয়া খেলার সরঞ্জামসহ ৩৩ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। জুয়া আইনে ওই চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নদীতে যেন জুয়ার আসর বসতে না পারে, সে জন্য পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে।