পলাতক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে ফেনসিডিল কেনা-বেচার দায়ে মনিরুল ইসলাম মল্লিক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নান এ রায় ঘোষণা করেন।

তবে ২০১৭ সালের নভেম্বরে গ্রেপ্তার মনিরুল জামিন পেয়ে পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত মনিরুল খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত আবদুল জব্বার মল্লিকের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ নভেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি আবাসিক হোটেল থেকে মনিরুলকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁর হোটেল কক্ষ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় মনিরুলের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হাওলাদার সিরাজুল ইসলাম এ মামলার বাদী। ওই বছরের ২১ নভেম্বর তিনি মনিরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম মল্লিক আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।