পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের লাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীর সদর উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের পাশে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা কাপড়সহ একটি বাজার করার ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগে কাপড়ের মধ্যে কী আছে, তা দেখার জন্য স্থানীয় লোকজনের মধ্যে আগ্রহ জন্মে। একপর্যায়ে কয়েকজন যুবক ওই ব্যাগ খুলে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটির লাশ দেখতে পান। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। স্থানীয় লোকজনের ধারণা, রাতে অথবা ভোরে কেউ এ ব্যাগ এখানে ফেলে গেছে।

সদর মডেল থানার পুলিশ নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, নবজাতকের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁদের ধারণা, নবজাতকটির বয়স এক থেকে দুদিন হবে। এ ব্যাপারে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে।