পল্লী বিদ্যুতের কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পল্লী বিদ্যুতের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার আড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরীফ উদ্দিন খান (৪৫)। তিনি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অধীন বরুড়া আড্ডা অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামে।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার বলেন, পল্লী বিদ্যুতের আড্ডা অভিযোগ কেন্দ্রের দায়িত্বে ছিলেন শরীফ উদ্দিন খান। আড্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। প্রতিদিনের মতো গতকাল রাতে তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত টিনশেড বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তাঁর স্ত্রীকে বেঁধে ফেলে। পরে শরীফের মাথায় কোপ দিয়ে জখম করে। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির প্রতিবেশী আড্ডা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক বলেন, ‘রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিত্কার শুনে বের হই। এরপর দেখি শরীফ সাহেবের মাথা থেকে রক্ত ঝরছে। কী কারণে ওই হত্যাকাণ্ড, বলতে পারব না।’

পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বলেন, চুরি, ডাকাতি নয়। হত্যার উদ্দেশ্যেই তাঁর ঘরে ঢোকে দুষ্কৃতকারীরা। পুলিশ ঘটনার তদন্ত করছে।