পাসপোর্টের দালালি করায় তিন ব্যক্তির কারাদণ্ড
ফরিদপুরে পাসপোর্টের তিন দালালকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ঝিলটুলী মহল্লার স্কাই ট্রেডার্সে এ অভিযান চালান আদালত।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের দুই নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক ও মো. মতিউর রহমান খান।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শহরের আলীপুর মহল্লার মো. তরিকুর রহমান (৪০), ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের আলীয়াবাদ গ্রামের নজরুল ইসলাম (৩৮) ও বোয়ালমারী উপজেলার দেলজানি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. হাসনাত আলী (২৪)।
র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইসউদ্দিন জানান, শহরের ঝিলটুলী মহল্লার স্কাই ট্রেডার্স নামের একটি দোকানে পাসপোর্টের দালালি হয়, এ সংবাদের ভিত্তিতে র্যা ব ওই দোকানে অভিযান চালায়। এ সময় দুটি পাসপোর্ট, ১১টি পাসপোর্টের পূরণ করা ফরম, ২৮টি খালি ফরম, ৩টি পাসপোর্টের ফটোকপি, ১টি সিল প্যাডসহ ওই ৩ ব্যক্তিকে আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দুই নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক ও মো. মতিউর রহমান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিন ব্যক্তিকে কারাদণ্ড দেন।
নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ওই তিন ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।