পুকুরে বৃদ্ধের লাশ, হত্যার অভিযোগ পরিবারের

প্রতীকী ছবি

নওগাঁর মান্দা উপজেলায় পুকুর থেকে বিমল চন্দ্র সরকার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ছোট মল্লুকপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির স্বজনদের অভিযাগ, পুকুর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছেন।

এ ঘটনায় নিহত বিমলের ছেলে রঞ্জন কুমার সরকার প্রতিপক্ষ আলিম উদ্দিন, চন্দন কুমার প্রামাণিকসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের নামে মান্দা থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে আলিম উদ্দিন লোকজন নিয়ে ওই পুকুরে মাছ ধরতে এলে রঞ্জনের লোকজন তাঁদের ধাওয়া দেন। এ সময় তাঁরা সেখান থেকে পালিয়ে যান। পরে বিমল চন্দ্র সরকার পুকুর পাহারা দেওয়ার জন্য পুকুরপাড়ে অবস্থান নেন। রাত হয়ে যাওয়ার পরও বিমল বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁর খোঁজ করতে শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১০টার দিকে তাঁর লাশ পুকুরে পাওয়া যায়।

মামলার বাদী রঞ্জন কুমার সরকার দাবি করেন, ‘সরকারি ওই পুকুর আমি ১০ বছর ধরে লিজ নিয়ে মাছ চাষ করছি। ৮ সেপ্টেম্বর পুকুরটির লিজ নবায়নের জন্য উপজেলা ভূমি অফিস আবেদন করি। বিকেলে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে উপজলার জয়বাংলা মোড়ে একই এলাকার আলিম উদ্দিন, চন্দন কুমার প্রামাণিকসহ কয়েকজন পথ রোধ করে ওই জমি আমাকে ছেড়ে দিতে বলে। রাজি না হওয়ায় তারা আমাকে মারধর করে। এর আগেও আলিম উদ্দিন জোর করে ওই পুকুরের মাছ ধরে নিয়ে গেছে। গতকাল পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে তারা আমার বাবাকে হত্যা করেছে।’

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে থাকায় বিমল চন্দ্রকে হত্যার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।