প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রতারক চক্রের তিন সদস্যকে আগ্নেয়াস্ত্র, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন পারভেজ, আল আমিন ও বাদশা মিয়া। তাঁদের মধ্যে পারভেজ ও আল আমিন আপন ভাই। আর বাদশা মিয়া আনসারের অস্থায়ী সদস্য।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের সময় দুটি আগ্নেয়াস্ত্র, এক হাজার ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই ভাই পারভেজ ও আল আমিনের কাজ ছিনতাই করা। চার ভাইয়ের মধ্যে তাঁরা তিন ভাই ছিনতাইয়ে জড়িত। এক ভাই ছিনতাইয়ের অভিযোগে সিলেট কারাগারে বন্দী। আর বাদশা মিয়া আনসারের অস্থায়ী সদস্য। জব্দ করা ওই দুই মোটরসাইকেল দিয়ে তাঁরা ছিনতাইয়ের কাজ করতেন। মোটরসাইকেল দুটি রাইড শেয়ার প্রতিষ্ঠান পাঠাওয়ের নিবন্ধন করা। সম্প্রতি এক নারীর কাছ থেকে ছিনতাই করা স্বর্ণের চেইন তাঁরা বিক্রি করে দিয়েছেন। ফলে সেই চেইন উদ্ধার করা যায়নি।