বগুড়ায় ছুরিকাঘাতে তরুণ খুন

বগুড়ায় ইমন হোসেন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের পালশা এলাকায় এ ঘটনা ঘটে।

ইমনের বাড়ি সদরের শহরদিঘি এলাকায়। বাবার নাম রানা মিয়া। ইমন বগুড়ার চারমাথায় এরুলিয়ায় ময়দার মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শহরের পালশা এলাকার খোকনের স্ত্রী গতকাল রাতে রাগ করে বাবার বাড়ি চলে যান। খোকনের ধারণা ছিল, প্রতিবেশী আইয়ুবের বাড়ির একটি ছেলের সঙ্গে তাঁর স্ত্রী পরকীয়া করছেন। এই পরকীয়ায় সহায়তা করেন আইয়ুব। এ ধারণা থেকে খোকন তাঁর প্রতিবেশী আইয়ুব এবং তাঁর স্ত্রীকে মারধর করেন।

রাতে আইয়ুবের ছেলে মো. সালাম বাড়িতে ফিরে ঘটনা জানতে পারেন। এরপর সালাম তাঁর বন্ধু ইমন ও মুন্নাকে ফোন করে ডেকে আনেন এলাকায়। ওই রাতেই খোকনকে বাড়ি থেকে বের করেন সালাম। খোকন তাঁদের উপস্থিতি টের পেয়ে ছুরি নিয়ে বের হন। কেউ কিছু বুঝে ওঠার আগেই খোকন ইমনের বুক ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ইমনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম খান বলেন, ছুরিকাঘাতের কারণে ইমন মারা গেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে কয়েকজনের নাম উঠে এসেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।