বগুড়ায় পর্নোগ্রাফি মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে পর্নোগ্রাফির মামলায় সঞ্জয় শীল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর দ্বিতীয় স্বামীর মুঠোফোনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চিত্র পাঠিয়েছেন। আদমদীঘি থানার পুলিশ আজ মঙ্গলবার সকালে তাঁকে বগুড়া জেলহাজতে পাঠায়।

মামলার এজাহারে জানা যায়, আদমদীঘির এক নারীর সঙ্গে দুই বছর আগে সঞ্জয়ের বিয়ে হয়। ছয় মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়। ওই নারী পরে বিয়ে করেন। সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ের পর সঞ্জয় তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। ২ ফেব্রুয়ারি সঞ্জয় তাঁর মুঠোফোনে ধারণ করা বিভিন্ন ভিডিও তাঁর সাবেক স্ত্রীর বর্তমান স্বামীর কাছে পাঠান। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গতকাল সোমবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদমদীঘি থানায় মামলা করেন। পুলিশ গতকালই সঞ্জয়কে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।