বেতনের টাকা আত্মসাতের ঘটনায় রেলকর্মীর বিরুদ্ধে দুদকের মামলা

রেলওয়ের কর্মকর্তাদের বেতন-ভাতার প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংস্থার জুনিয়র নিরীক্ষক ফয়সাল মাহবুবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১–এর উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ের উপপরিচালক লুৎফুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ফয়সাল মাহবুবকে রিমান্ডে আনার জন্য আদালতের কাছে আবেদন করা হবে।

দুদকের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফয়সাল মাহবুব রেলের কর্মীদের বেতন, উৎসব ভাতা, চিত্তবিনোদন ভাতা, অধিকাল ভাতার টাকা পরিশোধের কাজে নিয়োজিত ছিলেন। এসব বেতন-ভাতার টাকা সফটওয়্যার আইবাস প্লাস প্লাসের মাধ্যমে পরিশোধ করা হয়। এই পদ্ধতি শেখার জন্য ফয়সাল মাহবুবসহ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ফয়সাল আইবাস প্লাস প্লাস সিস্টেমে ভুয়া বিল দাখিল করেন এবং পাস দেখিয়ে তাঁর চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দুই কোটি টাকা সরিয়ে নেন। এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে।

রেলের কর্মীদের বেতন-ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে ফয়সাল মাহবুবকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পরদিন রোববার নগরের খুলশী থানায় তাঁকে হস্তান্তর করা হয়। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে বেতন পরিশোধ শুরু হয়। কিন্তু কিছুদিন আগে কয়েকজন কর্মকর্তার বেতন-ভাতার টাকার গরমিল পাওয়া যায়। এ নিয়ে অভিযোগও পাওয়া যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন রেলওয়ের পাহাড়তলীর হিসাব শাখার ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার মো. শাহজাহান। তিনি প্রাথমিক তদন্তে সত্যতাও পেয়েছেন। পরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহারকে তা অবহিত করেন। এরপরই ফয়সাল মাহবুবকে আটক করা হয়।

তিনি চারটি ব্যাংক হিসাবে রেলের অর্থ সরিয়ে নিয়েছেন। মূলত, রেলওয়ে কর্মীদের নামে ভুয়া বিল তৈরি করে ব্যাংক ও নাম ঠিক রেখে শুধু নিজের ব্যাংক অ্যাকাউন্ট বসিয়ে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে এসব অর্থ সরিয়ে নেন ফয়সাল।

আত্মসাৎ করা টাকা পারিবারিক কাজে এবং জমি কেনায় ব্যবহার করেছেন। এই ঘটনা তদন্তে রেলওয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে।