ব্যবসায়ীর ঘর থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলায় এক মুদি ব্যবসায়ীর বসত ঘর থেকে ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দলিলখার হাট বাজার সংলগ্ন মো. জুয়েল নামে ওই ব্যবসায়ীর ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র (ইউএনও) কুমার নাথ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমানসহ একটি দল দলিলখার বাজারে অভিযান চালিয়ে মো. জুয়েলের বসত ঘর থেকে সরকারি ৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ী মো. জুয়েল ও তাঁর ভাই মো. কচিকে আটক করা হয়। উদ্ধার করা এসব চাল ১০ টাকা কেজি মূল্যের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির। এলাকার জনপ্রতিনিধিরা নামে-বেনামে রেশন কার্ড দিয়ে চাল তুলে বিক্রি করেছেন।

ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি ৩৮ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি। তদন্ত সাপেক্ষ আটক দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন ডিলার মো. ইউসুফের বিরুদ্ধে চাল কম দেওয়া ও টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। চাচড়া এলাকার সাবেক চেয়ারম্যান আবু তাহেরসহ একাধিক ব্যক্তি জানান, ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চালের সরকারি মূল্য ৩০০ টাকা। কিন্তু ইউসুফ ৩৫০ টাকা নিয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। তবে ইউসুফ এ অভিযোগ অস্বীকার করেছেন।