ব্র্যান্ডের নামে তৈরি হচ্ছিল নকল নারকেল তেল

কারাদণ্ড
প্রতীকী ছবি

পুরান ঢাকার ছোট কাটারায় বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানের নামে নকল নারকেল তেল তৈরির দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল নারকেল তেল জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইমন (২২), জাকির হোসেন (২০) ও মো. আজহার (২৩)। আজ বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

ডিএমপি সূত্র জানায়, আজ বেলা একটার দিকে ডিএমপি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ছোট কাটারার একটি বাসায় অভিযান চালান। এ সময় আদালত দেখতে পান, সুগন্ধি রাসায়নিক ব্যবহার করে নকল নারকেল তেল তৈরি চলছে।

পরে বোতলে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে দেওয়া হচ্ছে। বেলা আড়াইটা পর্যন্ত অভিযান চলে। পরে তিন শ্রমিককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় ৫৬২ বোতল নকল নারকেল তেল, দুই হাজার বোতলের ক্যাপ ও রাসায়নিকের দুটি জার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক আজ প্রথম আলোকে বলেন, সাজা দেওয়া তিনজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। যে বাসাটি নকল তেল তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। নকল এ তেল ব্যবহারে চর্মরোগসহ মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে।