ভাতিজার লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে আহত চাচা শফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শফিকুলের বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমি নিয়ে শফিকুলের সঙ্গে তাঁর বড় ভাই হবিবর রহমানের বিরোধ ছিল। ১৪ সেপ্টেম্বর দুপুরের দিকে ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এ সময় হবিবরের ছেলে পিয়াস হোসেন লাঠি দিয়ে তাঁর চাচা শফিকুলের মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। স্বজনেরা শফিকুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলে, জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মারপিটে শফিকুল ইসলাম নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর থেকে হবিবরের পক্ষের লোকজন পলাতক আছেন।