ভারতে পালানোর আগে হত্যা মামলার আসামি গ্রেপ্তার: পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তিনি চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর নাম ফয়সাল ইসলাম ওরফে পিস্তল বাবু।
গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ফয়সাল ঘটনার পর কক্সবাজারে পালিয়ে যান। সেখান থেকে ভারতে পালানোর জন্য আখাউড়া যান। কিন্তু তার আগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার সকালে নগরীর কাজির দেউড়ী এলাকায় নির্মাণাধীন ভবনের ঠিকাদার মহিউদ্দিনকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় তাঁর ভাই নাজিম উদ্দিনের করা মামলার এজাহারে বলা হয়, ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে মহিউদ্দিনকে খুন করেন ফয়সাল।
ফয়সাল ইসলাম এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ। তিনি পিস্তল বাবু নামে পরিচিত। নগরের কাজির দেউড়ী স্টেডিয়াম এলাকার দোকানগুলো থেকে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে।