মাদারীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রাবেয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ডের আদেশের পর তাঁদের কারাগারে নেওয়া হয়। সোমবার মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে
প্রথম আলো

মাদারীপুরে শিশু (৮) রাবেয়া আক্তার রিয়াকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসাম্মত দিলরুবা সুলতানা এ রায় দেন। ৮ বছর পর দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশুটির পরিবার।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ী শ্রীনদী গ্রামের নুরু মোল্লার ছেলে মাহমুদুল হাসান ওরফে মধু (৩২) এবং জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা (৩০)। রায়ে তাঁদের এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে কোচিং শেষে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় পরের দিন রাবেয়ার বাবা গাউস নপ্তী বাদী হয়ে মাদারীপুর সদর থানায় অজ্ঞতনামাদের আসামি করে মামলা করেন। এ মামলায় সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফায়েকুজ্জামান তদন্ত শেষে মাহমুদুল ও মিলনের মোল্লার সম্পৃক্ততা পান। ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাবেয়ার মা তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, তাদের উপযুক্ত শাস্তি হয়েছে। আদালতের রায়ে তিনি খুশি। তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।