মানবতাবিরোধী অপরাধে গাইবান্ধার পাঁচ আসামির মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গাইবান্ধার পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি আমির হোসেন ও বিচারপতি আবু আহমেদ জমাদার।

এই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে একজন কারাগারে আছেন। অপর চার আসামি পলাতক।

কারাগারে রয়েছেন রঞ্জু মিয়া। রায় ঘোষণা উপলক্ষে আজ তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়।

পলাতক রয়েছেন আবদুল জব্বার, জাফিরার রহমান, আবদুল ওয়াহেদ মণ্ডল ও মমতাজ আলী ব্যাপারী।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান ও তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যাসহ চারটি অভিযোগ আনা হয়।