মালিকদের পিটিয়ে পদ্মার চর থেকে গরু-মহিষ লুট, গ্রেপ্তার ৪

মালিকদের পিটিয়ে রাজশাহীর পদ্মা নদীর চর থেকে ২৫টি গরু ও মহিষ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজশাহী নগরের নবগঙ্গা এলাকায় পদ্মার চরে এই লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

গ্রেপ্তার চারজন হলেন মো. রাসেল (৩০), বেলাল হোসেন (৪০), মো. ঝন্টু (৫২) ও মো. সাদেক (৪৫)। তাঁরা সবাই নবগঙ্গা এলাকার বাসিন্দা। আর আহত ব্যক্তিরা হলেন পদ্মার অন্য পারের চরের বাসিন্দা সিরাজউদ্দৌলা টুনু (৩২), মো. বাবু (৩০) ও তাহাজুল ইসলাম (৪৫)। তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বুধবার রাত ১০টার দিকে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে সিরাজউদ্দৌলা টুনু মামলা করেন।

মামলার এজাহার সূত্র জানায়, বেশ কয়েকজন একসঙ্গে পদ্মার চরে খাস জমিতে গরু ও মহিষ চড়াচ্ছিলেন। এ সময় দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাসেল, বেলাল, ঝন্টু, সাদেকসহ আরও ১০-১৫ জন মিলে প্রথমে সিরাজউদ্দৌলাকে মারধর করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হন তাঁর সহযোগী মো. বাবু ও তাহাজুল। পরে অন্যদের সহায়তায় তাঁরা রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিতে যান। এরই মধ্যে হামলাকারীরা তাঁদের কয়েকজনের ১৫টি গরু ও ১০টি মহিষ লুট করে নিয়ে যান।

রাজশাহীর নগরের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।