মির্জাপুরে রাতভর 'ডাকাতি' গুজব আর মাইকিং

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল মঙ্গলবার রাতভর ডাকাতের ভয়ে এলাকাবাসী ঘুমাতে পারেননি। এলাকার মসজিদে মসজিদে মাইকিং করে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের গ্রামগুলোর মানুষের মধ্যে ডাকাত আতঙ্ক ছিল সীমাহীন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত একটা থেকে দেড়টার মধ্যে হঠাৎ গ্রামে গ্রামে ডাকাত ছড়িয়ে পড়েছে বলে মাইকিং করা হয়। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশের তৎপরতাও বেড়ে যায়। মহাসড়কসহ এর আশপাশের গ্রামগুলোতে পুলিশ টহল বাড়ায়।

স্থানীয়রা বলেন, গভীর রাতে মির্জাপুরের গোড়াই এলাকা থেকে এ অবস্থার শুরু হয়। এরপর মহাসড়কের পাশে অবস্থিত ধেরুয়া, দেওহাটা, মির্জাপুর বাজার, পোস্টকামুরী, গোড়াইল, কুতুববাজারসহ আশেপাশের গ্রামগুলোতে ডাকাত ঢুকেছে বলে সতর্ক করে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। গোড়াইল গ্রামের জাহাঙ্গীর মৃধা বলেন, 'এলাকায় ডাকাত আতঙ্কে মাইকিং শুনে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। এরপর আর সারারাত ঘুমাতে পারিনি।'

পোস্টকামুরী গ্রামের নাজমুল ইসলাম বলেন, 'মসজিদের মাইকিং শুনে খুবই ভয় পেয়েছিলাম। রাতে দুশ্চিন্তায় ছিলাম। বিষয়টি গুজব হলেও রাতে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।'

মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. ইসলাম মিয়া বলেন, রাতে কোথাও কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। এটা গুজব। তবে এই গুজবের কারণে রাতে পুলিশ বাড়তি টহলের ব্যবস্থা করেছিল।