মেয়েকে উত্ত্যক্ত করায় বাবার বিরুদ্ধে যুবককে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করায় বাবার বিরুদ্ধে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মামুন ব্যাপারী (২২)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

ডামুড্যা থানার পুলিশ সূত্রে জানা গেছে, বড় নওগাঁ গ্রামের সাহেব আলী ও জলিল ব্যাপারী পরস্পরের প্রতিবেশী। জলিল ব্যাপারীর ছেলে মামুন ব্যাপারী দীর্ঘদিন ধরে সাহেব আলীর মেয়েকে (১৪) উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে কিশোরীকে একা পেয়ে মামুন তাকে প্রেমের প্রস্তাব দেন এবং জড়িয়ে ধরার চেষ্টা করেন। বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে মামুনের বাসায় গিয়ে প্রতিবাদ জানান সাহেব আলী। একপর্যায়ে মামুন ও সাহেব আলীর মধ্যে কথা-কাটাকাটি হলে সাহেব আলী মামুনের পেটে ছুরিকাঘাত করেন। পরে মামুনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাহেব আলী ও তাঁর ভাই বিপ্লবকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।