মেয়ের ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে বাবার মানববন্ধন

বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের সংঘবদ্ধ ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে একাই মানববন্ধন করেছেন এক বাবা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি এই প্রতিবাদ জানান। এ সময় তাঁর মুখে কালো কাপড় বাঁধা ছিল। হাতে ধরে রেখেছিলেন পোস্টার।

এক ঘণ্টা ধরে নির্বাক দাঁড়িয়ে ছিলেন এই বাবা। এ সময় তিনি গণমাধ্যমকর্মী ছাড়া কারও সঙ্গে কথা বলেননি। এ ছাড়া তিনি মামলার আসামিদের ফাঁসির দাবি করে ছাপানো পোস্টারগুলো বগুড়া জেলা আদালত প্রাঙ্গণসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে লাগিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা অভাবের সংসার চালাতে জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। তাঁর মেয়ে (১২) গ্রামে দাদা-দাদির কাছে থাকে।

স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে সে। গত ৬ জুন রাত ৮টার দিকে তার দাদা-দাদি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটি কাজে যান। এ সময় শিশুটি খালি বাড়িতে টিভি দেখছিল। এ সুযোগে প্রতিবেশী দুই ভাই ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গত সপ্তাহে পুলিশ দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

মেয়েটির বাবা বলেন, ‘আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে মেয়েটিকে ঢাকায় নেওয়া হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরপরও আসামিপক্ষ আমার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি আসামিদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি চাই।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মানববন্ধনের বিষয়ে তাঁর জানা নেই।