ময়মনসিংহে ছাত্রীকে অপহরণ, প্রতিবাদে সড়ক অবরোধ

ময়মনসিংহ শহরতলির দাপুনিয়া এলাকা থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীকে উদ্ধার করার দাবিতে গতকাল সোমবার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় লোকজন।
গত রোববার সকালে কলেজে যাওয়ার পথে এক তরুণ তাকে অপহরণ করে। ওই তরুণের বাড়ি শহরতলির কসাইবাড়ি এলাকায়। অপহরণের ঘটনায় গত রোববার রাতে কলেজছাত্রীর পরিবার মামলা করেছে।
অপহৃত ছাত্রীর স্বজন ও স্থানীয় ব্যক্তিরা বলেন, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে বেশ কিছু দিন ধরে তরুণটি কলেজে আসা-যাওয়ার সময় উত্ত্যক্ত করছিল। গত রোববার সকাল সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী কলেজ যাচ্ছিল। ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের কসাইবাড়ি এলাকায় পৌঁছালে ওই তরুণ ও তাঁর কয়েকজন সহযোগী ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। গতকাল সোমবার ওই তরুণের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
গতকাল বেলা একটা থেকে তিনটা পর্যন্ত দাপুনিয়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কয়েক হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী অপহরণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দাপুনিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করে। দাপুনিয়া বাজারের ব্যবসায়ীরাও দোকানপাট বন্ধ করে বিক্ষোভে যোগ দেন। এ সময় গাছের গুঁড়ি ফেলে শিক্ষার্থীরা ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে রাখে। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বেলা তিনটার দিকে পুলিশ তিন দিনের মধ্যে কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ছাত্রীর কলেজের অধ্যক্ষ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন। আমাদের ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি জানাই।’