যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচার হতো প্যান্টের পার্সেলে

ইয়াবা বড়ি
ফাইল ছবি

জিনস প্যান্টের ওয়েস্ট বেল্টে প্লাস্টিকের ফিতা বসিয়ে এর ভেতর ইয়াবা বড়ি ঢুকিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করছিল একটি চক্র। ওই চক্রের চারজনকে গ্রেপ্তার করে তাঁদের তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার পুলিশ ঢাকার জেনারেল পোস্ট অফিস (জিপিও) থেকে ইয়াবার একটি পার্সেল জব্দ করেছে। পার্সেলে থাকা জিনসের প্যান্টগুলোর ভেতর থেকে দুই হাজারের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাহিদ পারভেজ (৩৭), মিজানুর রহমান (৩৮), ইমাম হোসেন (৪০) ও রাজীব হাওলাদার (২৮)।

খিলগাঁও থানার পুলিশ জানায়, গত রোববার রাতে রাজধানীর বনশ্রী এলাকার জে ব্লকের ৭ নম্বর রোডে অভিযান চালিয়ে ৮০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য নাহিদ পারভেজকে আটক করে পুলিশ। পরে তাঁর তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে নাহিদের আরও তিন সহযোগী মিজানুর, ইমাম ও রাজীবকে আটক করে থানায় নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা জানান, জিনসের প্যান্টের ওয়েস্ট বেল্টে প্লাস্টিকের ফিতা বসিয়ে এর ভেতরে ইয়াবা ভরে যুক্তরাষ্ট্রে পাচার করে থাকেন।

জিনসের প্যান্টের পার্সেল জিপিও থেকে পাঠাতেন। গতকাল সোমবারও তাঁরা এমন একটি পার্সেল নিউইয়র্কে পাঠানোর জন্য জিপিওতে জমা দিয়েছেন। তাঁদের তথ্যের ভিত্তিতে আজ বিকেলে খিলগাঁও অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ জিপিওতে অভিযান চালিয়ে পার্সেলটি জব্দ করে।

জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, পার্সেলের ভেতরে জিনসের তিনটি ফুলপ্যান্ট ও একটি থ্রি–কোয়ার্টার প্যান্ট এবং এক জোড়া জুতা পাওয়া যায়। প্যান্টের ওয়েস্ট বেল্টে ঢোকানো একটি প্লাস্টিকের ফিতায় ৩০টি করে ইয়াবা পাওয়া যায়। এভাবে উদ্ধার করা ৬৮টি প্লাস্টিকের ফিতার ভেতরে ২ হাজার ৪০টি ইয়াবা জব্দ করা হয়।

ইয়াবা উদ্ধারের ঘটনায় চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা কারাগারে আছেন। তাঁদের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।