যুবলীগের নেতা তিন দিন ধরে নিখোঁজ
রাজধানীর দয়াগঞ্জ বাজার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে যুবলীগের এক নেতাকে অপহরণ করা হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান (৪৫)।
১৭ অক্টোবর রাত ১০টার দিকে দয়াগঞ্জ বাজারের বটতলা এলাকা থেকে তিনি অপহৃত হন।
হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। তাঁরা বলেন, হাবিবুর ঢাকার কেরানীগঞ্জ থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া কেরানীগঞ্জের কুণ্ডা ইউনিয়ন থেকে দুবার চেয়ারম্যান পদে নির্বাচনও করেছিলেন। দনিয়া এ কে স্কুল অ্যান্ড কলেজের সামনে ইএফসি ফাস্ট ফুড নামে তাঁর একটি খাবারের দোকান আছে। হাবিবুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাবিবুরের ছোই ভাই আহসান উল্লাহ। আহসান উল্লাহ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শনিবার রাত ১০টার দিকে ওয়ারীর ২০ নম্বর কেএম দাস লেনের বাসায় যাওয়ার জন্য দোকান থেকে বের হন হাবিবুর। এর আগে সবশেষ রাত সাড়ে আটটার দিকে বাসায় কথা বলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, দয়াগঞ্জ বাজার বটতলার সামনে দুটি মাইক্রোবাসে করে কয়েক ব্যক্তি এসে হাবিবুরকে তুলে নিয়ে যায়।
নিখোঁজ হওয়ার পর মুক্তিপণ দাবি করা হয়নি জানিয়ে আহসান উল্লাহ বলেন, ‘আমার ভাইয়ের কারও সঙ্গে বিরোধ ছিল না। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে মুক্তিপণও দাবি করেনি।’