রংপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতি ও তথ্য পাচারের অভিযোগে রংপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আবদুল হাকিম মিয়াকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মেয়র মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, কয়েক মাস আগে করপোরেশনের গুরুত্বপূর্ণ তথ্যের ছবি মোবাইল ফোনে ধারণ করে পাচারকালে হাতেনাতে ধরা পড়েন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। এ ঘটনায় মেয়র তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। সেই সঙ্গে করপোরেশন থেকে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এ বিষয়ে হিসাবরক্ষণ কর্মকর্তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় গত ৭ এপ্রিল মেয়র এক চিঠির মাধ্যমে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন। এর আগে তাঁকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে সিটি করপোরেশনের পানি সরবরাহ শাখায় বদলি করা হয়।

জানা গেছে, এই অভিযোগ ছাড়াও আবদুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের আরও অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের উপপরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।