রোগী সেজে কৃত্রিম পায়ের ভেতর ঢুকিয়ে হেরোইন পাচারের চেষ্টা, আটক ২

আটক
প্রতীকী ছবি

অ্যাম্বুলেন্সে রোগী সেজে কৃত্রিম পা লাগিয়ে এর ভেতর দিয়ে হেরোইন পাচারকালে দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অ্যাম্বুলেন্সচালক বুলবুল আহম্মেদ (৪০) এবং রোগী সেজে থাকা আজিজুর রহমানকে (৩৫) আটক করা হয়।

আজ দুপুরে রংপুর র‍্যাব-১৩–এর কার্যালয় থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তিদের কাছে থাকা ৪১০ গ্রাম হেরোইন ও তাঁদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে র‍্যাব। তাঁরা দুজনই রাজশাহীর বাসিন্দা বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র‍্যাবের একটি অভিযানিক দল গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড–সংলগ্ন মহাসড়কে জরুরি চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে সারা শরীরে টিউমারওয়ালা একজন পঙ্গু ব্যক্তিকে পাওয়া যায়।

ওই ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন থাকায় ওই পায়ে প্লাস্টিকের কৃত্রিম পা সংযুক্ত ছিল। কৃত্রিম পায়ের ব্যাপারে সন্দেহ হলে র‍্যাব ওই ব্যক্তিকে তল্লাশি শুরু করে। এ সময় কৃত্রিম ওই পায়ের ভেতর থেকে লুকানো হেরোইন উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সচালক ও রোগী সেজে থাকা ওই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।