রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারীর খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজ শনিবার হাসিবুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল গভীর রাতে একদল গরু পাচারকারী রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। আজ ভোরে গরু নিয়ে ফিরে আসার সময় ভারতের আসাম রাজ্যের ধুরড়ী মানকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হাসিবুর রহমান নামের একজনের বুকে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় দলের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি রৌমারীর খাটিয়ামারী গ্রামের আবুল হাশেমের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লা জানান, হাসিবুরের লাশের ময়নাতদন্ত হবে।