শাহজালালে কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আটক করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আটক ওই যাত্রীর নাম মো. স্বপন।

প্রিভেনটিভ টিম জানায়, প্রায় দুই কেজি সোনা পাচার করে আনার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসার পর বিকেলে তাঁকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদ পেয়ে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের কর্মকর্তারা আজ বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করে নজরদারি শুরু করেন। বিকেল পাঁচটার দিকে গ্রিন চ্যানেলে কুয়ালালামপুর থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রী মো. স্বপনকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৯টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক শ গ্রাম। উদ্ধার হাওয়া সোনার দাম প্রায় এক কোটি টাকা। আটক যাত্রী স্বপনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।