সাভারে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান
সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান ওরফে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিরুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করে সাভার থানা-পুলিশ।

সাইদুর সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।

পুলিশ জানায়, রাজধানীর শান্তিনগরের আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়িটির চার তলার কাজ চলমান। ওই বাড়ির নির্মাণকাজ শুরু করার পর থেকেই চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবারও দলবল নিয়ে চেয়ারম্যান ওই বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় নানা ভয়ভীতির মুখে আশরাফুল এক লাখ টাকা দিতে বাধ্য হন। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল ইসলাম সাভার থানায় চেয়ারম্যান সাইদুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।