সিরাজগঞ্জে ইলিশ ধরার দায়ে ১৮ জেলের কারাদণ্ড

ইলিশ মাছ
ফাইল ছবি

আইন অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৮ জেলের এক বছর করে কারাদণ্ড হয়েছে। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা ইয়াসমিন এই দণ্ডাদেশ দেন।

সোমবার সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।

দণ্ড পাওয়া জেলেরা হলেন উপজেলার মুরাদপুর এলাকার আবদুর রউফ (৪৫), জাহিদুল ইসলাম (৩৫); শৌলজানা এলাকার ইয়াহিয়া খান (৪৫), আবদুল মজিদ (৩০); মিটুয়ানী এলাকার আবদুর রহিম (৩০); দত্তকান্দি এলাকার বদিউর রহমান (৩৪); দুবুলিয়া এলাকার আশরাফ আলী (২৪), জহুরুল ইসলাম (৩০), আবদুল হামিদ ব্যাপারী (৪০), নুরুদ্দিন (৩২); রেহাই পুকুরিয়া এলাকার রমজান আলী (২০), আবদুস সালাম (৫০), মুক্তার আলী (৩৫); টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘূর্ণিপাড়া এলাকার রুবেল মিয়া (২১), স্বপন হোসেন (২৩); নাগরপুর উপজেলার মাইঝাইল এলাকার শহিদুল ইসলাম (৩৫), আবদুর রহমান (৪০) ও পাবনার বেড়া উপজেলার নিয়ামত আলী শেখ (৩৮)।

এ সময় ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় জব্দ করা ৩০ কেজি ইলিশ মাছ উপজেলার খাষকাউলিয়া হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ। অভিযানে উপজেলা মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, চৌহালী থানা-পুলিশ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।