সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া না গেলেও ট্রেনের জানালার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ। খবর পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশ পাথর ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৯)। তাঁর বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট কেশর পাড়া গ্রামে। তবে তিনি বিভিন্ন রেলস্টেশনে থাকেন ভবঘুরের মতো।

এ ঘটনায় রেল পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।

মামলার বাদী মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন পার হওয়ার সময় সাইফুল চলন্ত ট্রেনটিতে পাথর ছুড়ে মারেন। এ সময় ট্রেনের জানালার কাচ ভেঙে যায়। একাধিক পাথর ছুড়ে সাইফুল ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি রেলগেটের নিরাপত্তা প্রহরীসহ স্থানীয় কয়েকজন দেখে ফেলেন। খবর পেয়ে তিনি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুপুরে সাইফুলকে গ্রেপ্তার করেন। বিকেলে তাঁকে রেলওয়ে থানায় হস্তান্তর করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে রেল পুলিশ।