সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার পাগলাবাজারে কান্দিগাঁও ও রায়পুর গ্রামের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

নিহত ছাত্রের নাম শাহনুর মিয়া (১৭)। সে উপজেলার রায়পুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে ও স্থানীয় পাগলা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে পাগলাবাজার অবস্থিত। বাজারের এক পাশে কান্দিগাঁও, অন্যপাশে রায়পুর গ্রাম। কান্দিগাঁওয়ের পাশেই বাজারের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। আজ সকালে রায়পুর গ্রামের এক নারী মারা গেলে তাঁর জানাজা পাগলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। লাশ স্কুলের মাঠে নেওয়ার সময় রায়পুর গ্রামের লোকজন স্ট্যান্ডের লোকজনকে অটোরিকশা সরানোর জন্য বলেন। কিন্তু চালকেরা অটোরিকশা সরাতে রাজি হননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সংঘর্ষের সময় স্কুল থেকে বাড়ি ফিরছিল শাহনুর। তাকে অটোরিকশা স্ট্যান্ডে একা পেয়ে কান্দিগাঁওয়ের লোকজন হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আহত অন্য লোকজনকে সুনামগঞ্জ ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে শাহনুরের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।