সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

দুর্নীতি দমন কমিশন (দুদক)

অবৈধভাবে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকা অর্জনের দায়ে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

মামলায় বলা হয়, অবৈধ উপায়ে ৪৭ লাখ ৪৬ হাজার টাকার স্থাবর ও ৫৭ কোটি ৩১ লাখ টাকার অস্থাবর সম্পদ অর্জন ও ভোগ দখল করেছেন সেলিম প্রধান, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান জানান, অবৈধভাবে উপার্জিত ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার টাকা থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন সেলিম, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পাচার হওয়া অর্থ সম্পর্কে আরও তথ্য জানতে দুদকের পক্ষ থেকে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে।

অনলাইন ক্যাসিনোর মূল হোতা হিসেবে পরিচিত সেলিম প্রধানকে গত বছরে ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তাঁর রাজধানীর গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র‌্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।